
কুড়িগ্রামে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ ১ম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন:নির্বাচন উপলক্ষ্যে পুলিশের বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা।
কুড়িগ্রাম জেলার চিলমারী,রৌমারী ও রাজিবপুর উপজেলায় বুধবার ( ৮ মে ) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপের ভোটগ্রহণ সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়।
কুড়িগ্রাম জেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ১ম ধাপের ভোটগ্রহণ সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে কুড়িগ্রাম জেলা পুলিশের প্রায় ৮০০ পুলিশ সদস্য চিলমারী,রৌমারী ও রাজিবপুরের প্রত্যন্ত বিভন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করে।
কেন্দ্রে কেন্দ্রে ০৩/০৫ জন পুলিশ সদস্য, ৩/৪ টি কেন্দ্র মিলে ১জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে রোবাস্ট মোবাইল টিম,পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ক্লাস্টার কেন্দ্র ভিত্তিক স্মার্ট স্ট্রাইকিং টিম মোতায়েন সহ নির্বাচনী এলাকাকে ০৫ টি সেক্টরে ভাগ করে প্রত্যেক সেক্টরে একজন অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সাংগুইন সেক্টর পুলিশ টিম দায়িত্ব পালন করেন। এছাড়াও থানাভিত্তিক মোতায়েন করা হয়েছিল পুলিশের স্পেশাল কুইক রেসপন্স টিম।
পাশাপাশি দুর্গম এলাকায় জেলা পুলিশের নৌ টহল ও মোটরসাইকেল মোবাইল টিম দায়িত্ব পালন করছে বিভিন্ন চর এলাকার ভোট কেন্দ্র গুলিতে।
এদিকে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম চিলমারী,রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা তদারকি ও নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাথে ভোটকেন্দ্রের নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেন, সম্মানিত ভোটারদের সাথেও কথা বলেন।
কুড়িগ্রাম জেলা পুলিশ সদস্যরা নির্ভীকভাবে দায়িত্ব পালনের পাশাপাশি বয়স্ক,ডিসএবল ভোটারদের সহমর্মিতার হাত বাড়িয়ে দেন। সম্মানিত ভোটাররা পুলিশের নির্ভীক, নির্মোহ,পেশাদারিত্বের সাথে নিরপেক্ষ নির্বাচনী দায়িত্ব পালনের প্রশংসা করেন,পাশাপাশি সহমর্মিতা ও মানবিকতার জন্য অন্তরিক ধন্যবাদ জানান।
নাগরিক নিরাপত্তা ও সেবায় নিরন্তন নির্ভীক কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে