
ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মো. কাউছার মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
২ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন।
গ্রেফতার মো. কাউছার মিয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে। কাউছার মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ওসি মো. আসলাম হোসাইন জানান, বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিস্ফোরণ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।