
পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৫জন প্রার্থীর মধ্যে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন খান। নিজাম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। বুধবার (৮ -মে ) দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী অংশগ্রহণ করেন। দলীয় প্রতীক না থাকলেও আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত -৩ জন, বিএনপির রাজনীতির সাথে-১ এবং নিজাম উদ্দিন কোন দলের সাথে সম্পৃক্ত নন। তবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন খান কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। তিনি ইতিপূর্বে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থেকে সকলের মন জয় করেছেন। তার ব্যক্তিগত জীবনে কোন প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ নেই। ব্যক্তিগত আয় থেকে সাধারণ মানুষের জন্য সহযোগিতার হাত তিনি সবসময় বাড়িয়ে দিয়েছেন। শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন করেছেন। একজন মানবিক মনের মানুষ বলতে যা বোঝায় তার প্রায় সব বৈশিষ্ট্য রয়েছে নিজাম উদ্দিন ভাইয়ের। আমরা সকল শ্রেণী পেশার মানুষ তার পক্ষে রয়েছি। সে গরিব মেহনতি মানুষের বন্ধু। বিপদে পড়ে কোন ব্যক্তি তার কাছে গিয়ে খালি হাতে ফিরে এসেছে এমন কোন নজির নেই। এ বিষয়ে নিজাম উদ্দিন খান বলেন, আমি নির্বাচনের আগে সাধারণ মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পুরনের লক্ষ্যে কাজ করবো। সাধারণ মানুষের সেবায় কাজ করবো। আমি সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে তেঁতুলিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ্ ।