
রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে।ভোট চলাকালীন সময়ে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি খুবই কম ছিলো। তবে, কলমা ইউপি এলাকায় ভোটার উপস্থিতি বেশী ছিলো।
সরেজমিন কলমা ইউপির চৈরখৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল সোয়া ৮ টায় গিয়ে দেখা গেছে, নারী ভোটাররা মহিরা বুথের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দিতে। তবে, পুরুষ বুথের সামনে কোন লাইন নেই, দু’ একজন ভোটার আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন।
কলমা ইউপির ভোট কেন্দ্র গুলোতে এমন দৃশ্য চোখে পড়লেও তানোর পৌর সভা, মুন্ডমালা পৌর সভা, বাধাইড় ইউপি, পাঁচন্দর ইউপি, তালন্দ ইউপি, সরনজাই ইউপি, চান্দুড়িয়া ইউপি,কামারগাঁ ইউপির বেশ কয়েকটি ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম ছিলো।
ভোট গ্রহন চলাকালীন সময়ে প্রার্থীদের কাছে জানতে চাইলে, সকলেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে জানিয়ে কোন প্রার্থীই কোন ধরনের কোন অভিযোগ করেননি। চেয়ারম্যান পদে কাপ পিরিচের প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যাক্ত করে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহন চলছে বলে জানান তিনি।
মটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে জানিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।ভোটাররা.জানিয়েছেন, সুষ্ঠু ভাবে ভোট গ্রহন চলছে। ভোটার উপস্থিতি কম হওয়ায় ভোট দিতে কোন ধরনের সমস্যা হচ্ছে না জানিয়ে কোথাও কোন বাধার সম্মুখীনও হতে হয়নি। তানোর উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২টি পৌর সভায় মোট ভোটার ১ লাখ, ৬৬ হাজার, ১শ’ ৭৩ জন। মোট ভোট কেন্দ্র ৬১ টি বুথ ৪শ’ ২৫ টি। তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদে, চেয়ারম্যান পদে প্রার্থী ২ জন, ভাই চেয়ারম্যান পদে ২ জন ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।