ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ
এসএসসি পরীক্ষার্থীদের জন্য কলম উপহার দিলেন ব্যারিস্টার ‘কায়সার’
নওগাঁয় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার
দুইটা কালভার্ট বদলে দিয়েছে নড়াইলের দশটি গ্রামের মানুষের জীবন
পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার আটক-১
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মৃত্যু ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন
সরাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নওগাঁয় স্ত্রীর স্বীকৃতি চেয়ে এক নারী সংবাদ সন্মেলন
রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ি আঁচল পেঁচিয়ে বৃদ্ধা নিহত
পল্লবীতে জুয়ার আসর থেকে ৩ জুয়ারী গ্রেফতার
ঢাকা উ.সিটির সাবেক কাউন্সিলর মুরাদ গ্রেফতার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,নারীসহ গ্রেফতার ১১
এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা: ডিএমপি
মোহাম্মদপুরে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

সাংবাদিক সেলিম পারভেজের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা-প্রতিবাদ জানিয়েছে আশুগঞ্জ প্রেসক্লাব



আশুগঞ্জ থানার বিষ্ফোরক মামলায় বিশিষ্ট সাংবাদিক ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজকে অন্যায়ভাবে আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আশুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়-
আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ একজন প্রথিতযশা সাংবাদিক ও সম্পাদক।

তিনি প্রায় তিন যুগ ধরে দেশের বহুল প্রচারিত বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। এই দীর্ঘ সময়ে তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ, দৈনিক ইত্তেফাক, দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল আই, মাছরাঙ্গা টেলিভিশন এবং দীপ্ত টিভিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

বর্তমানেও তিনি দৈনিক নয়া শতাব্দী পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক একুশে আলোর সম্পাদক ও প্রকাশক।

সংবাদ মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি সাংবাদিক সংগঠনগুলোতে সম্পৃক্ত রয়েছেন। ১৯৯৫ সালে তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব। তিনি ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আশুগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এবং ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আশুগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছেন। জনাব সেলিম পারভেজ সাংবাদিকদের মনোনীত প্রার্থী হিসেবে তিনি আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ২৮ অক্টোবর রাতে আশুগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে রজ্জু করা একটি  মামলায় রহস্যজনক কারণে সাংবাদিক সেলিম পারভেজকে ৬ নম্বর আসামী করা হয়েছে। অথচ মামলায় উল্লেখিত ঘটনার সময়ে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলা পরিষদের অফিস শেষ করে  চিকিৎসার জন্য থেকে ঢাকায় যান। অথচ এলাকায় অবস্থান না করলেও একটি ভিত্তিহীন অভিযোগে একজন খ্যাতিমান সাংবাদিক ও জনপ্রতিনিধিকে আসামী করার বিষয়টি আমাদের বোধগম্য নয়। এ হাস্যকর মামলায় পুলিশের পেশাগত দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আমরা মনে করি।

এ ঘটনায় আশুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ ও স্থানীয় সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অবিলম্বে উক্ত মামলা থেকে তার নাম প্রত্যাহারের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

বিঃদ্রঃ ম্যাডাম বিবৃতি কপি ও ছবি সুন্দরভাবে সংযুক্ত করে নিউজটি প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করছি।

শেয়ার করুনঃ