
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ও সরাইল দুই উপজেলা নির্বাচনে বুধবার (৮ মে) অনুষ্ঠিত সরাইল উপজেলা একটি কেন্দ্রে দেখা যায় শামিয়ানা টাঙিয়ে মাঠে বুথে ভোট দিচ্ছেন ভোটার। এমন ভোটকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার কুট্টাপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শামিয়ানা টাঙিয়ে ভোট নেয়া হচ্ছে। বৃষ্টিতে কর্দমাক্ত মাঠ পেরিয়ে ওই ৩ বুথে ভোট দিতে হয়।এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯১২। ছোট্ট একটি ভবনে এত ভোটারের ভোটগ্রহণ সম্ভব না বিধায় মাঠে টাঙানো হয়েছে সামিয়ানা। ৫টি বুথ ভবনে, ৩টি শামিয়ানার নিচে।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মওদুদ আহমেদের দেওয়া তথ্য মতে, অন্য কেন্দ্রগুলোর চেয়ে এখানে মোটামুটি ভোটার ছিল। সকাল ৯টার মধ্যে ২০০ এর মতো ভোটারের ভোট পড়েছে এই কেন্দ্রে।
এদিকে, সরাইলের রাজাবাড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা নাগাদ ১৯৮টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার দীপংকর মণ্ডল। ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯২ জন। সকাল সোয়া ১০টার দিকে ওই কেন্দ্রে পক্ষাঘাতগ্রস্ত পিতা শামসুল আলমকে নিয়ে আসেন ছেলে মুক্তার হোসেন।