ফরিদপুরের মধুখালিতে দুইকেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টায় ফরিদপুর-খুলনা মহাসড়কের দীঘলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আলমডাঙ্গা এলাকার মো.ইনামুল (২৩) ও মো. লিয়ন(২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি শামসুল আলম।
তিনি জানান,ফরিদপুর-খুলনা মহাসড়কের দীঘলিয়া বাসস্ট্যান্ড নামক স্থানে নিউমর্ডান একটি যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৮৮০৭ এর যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে করিমপুর হাইওয়ে থানার এএসআই ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উক্ত আসামীদ্বয়কে আটক করেন। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে