প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ
ফরিদপুরে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ফরিদপুরে মা ইলিশ রক্ষায় পদ্ম নদীতে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
আজ বৃহস্পতিবার বিকালে ফরিদপুর সদর উপজেলা, চরভদ্রাসন পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য অধিদপ্তর সার্বিক সহযোগিতায় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম-সেবা,, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় উক্ত এলাকার সকল জন সাধারনের সাথে একান্ত ভাবে আলাপ চারিতা করেন ডিসি, এসপি, তাদের মাঝে মা ইলিশ মাছের গুরুত্ব কতটুকু সেটা তুলে ধরেন, এবং এই মাছ ধরা থেকে বিরত থাকার আহবান জানান। যদি কেউ মা ইলিশ ধরার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে আইন প্রশাসনকে জানানোর অনুরোধ করেন। এবং মা ইলিশ ধরা আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধ সেটা তুলে ধরেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.