
কুড়িগ্রামের উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফলে, গরু, ছাগল ও হাঁস-মুরগী-সহ অন্তত আড়াই লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে ধারণা করা হয়েছে। মঙ্গলবার (০৭ মে) রাত দেড়টায় উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব বজরা কানিপাড়া এলাকার আব্দুল মতিনের গোয়ালঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত দছিজল হকের ছেলে আব্দুল মতিন গোয়ালঘরে প্রতি রাতের মতো মশার কয়েল জ্বালান। গভীর রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ীর লোজনের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আব্দুল মতিনের দুইটি গরু, দুইটি ছাগল, ১২টি হাঁস ও ১৭টি মুরগী পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও একটি বাছুর গরুর শরীরের অধিকাংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আব্দুল মতিন কান্নাজড়িত কণ্ঠে জানান, তার অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গরু, ছাগল ও হাঁস-মুরগী বিক্রয় করে সংসার চলতো। এখন আব্দুল মতিনের আহাজারি কি ভাবে পরিবার পরিজন নিয়ে বাঁচবে?
স্থানীয় ইউপি সদস্য নূর আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতের এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে আবেদন করতে বলেছি। আবেদন পেলে উপজেলা প্রশাসন থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।