প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনুমোদন বিহীন গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা যায় সরকারী আইন অমান্য করে অনুমোদন বিহীন ইটভাটা গড়ে তোলা এবং বনের কাঠ জ্বালানী হিসেবে ইটভাটায় পোড়ানোসহ বিভিন্ন অপরাধে রেজু আমতীর ৮নং ওয়ার্ডের বিবিএম ব্রিকস এর ইটভাটার ম্যানেজার ফারহান উদ্দিনকে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামশুদ্দীন মো; রেজা।
এ অভিযানে প্রশানের কর্মকর্তা-কর্মচারীরা, থানা পুলিশ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভূমি শামশুদ্দীন জানান, সরকারী আইন অমান্য করে অবৈধভাবে এ ইটভাটা গড়ে তোলা এবং বনের কাঠ জ্বালানী হিসেবে পোড়ানোসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।
তিনি আরও জানান পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.