
রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত করেছে ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের‘স্পট বাই স্পট’ সমস্যা চিহ্নিত ও তা সমাধানের অংশ হিসেবে এ রাস্তা দখলমুক্ত করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে জানানো হয়,রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের বক্স কালভার্ট রোডে ইডেন মসজিদের পাশের গলিতে বিকন ফার্মাসিউটিক্যালস, আকিজ মোটরস,আনার ক্রোকারিজের সামনের প্রায় ২০০ মিটার রাস্তার একাংশ দীর্ঘদিন ঝুপড়ি ঘর করে দখলে রাখা ছিল।
মঙ্গলবার (৭ মে) ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে ওই রাস্তা দখলমুক্ত করা হয়েছে। দখলমুক্ত হওয়ায় ওই রাস্তা ব্যবহারকারীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গুলিস্তানকেন্দ্রিক রাস্তা থেকে হকার উচ্ছেদ ও কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তায় থাকা আইসিডি কনটেইনার অপসারণ করে মতিঝিল-ট্রাফিক বিভাগ। যার সুফল পাচ্ছে নগরবাসী।
ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক মতিঝিল বিভাগ।
ডিআই/এসকে