
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৪মে) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র মতে, সলঙ্গার কৃতি সন্তান ছাত্রলীগের তরুণ নেতা মোঃ আবু নাঈমকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আগামী দিনের ছাত্রলীগের সকল কার্যক্রম,আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকার জন্য ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।