শিক্ষাগত যোগ্যতা, সৃজনশীল উদ্যোগ, অভিজ্ঞতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, বিষয়ভিত্তিক জ্ঞান, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে নিয়মানুবর্তিতা ও প্রতিষ্ঠানের দফতরিক কাজে দক্ষতার বিবেচনায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আহসান হাবীব।বিষয়টি সুন্দরগন্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
আহসান হাবীব প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই শিক্ষাসহ সকল বিষয়েই সাফল্যর দিকে এগিয়ে যেতে থাকে। সুসজ্জিত ভবন ও শ্রেণিকক্ষ, পরিপাটি অফিস, নিয়মিত পাঠদানের পাশাপাশি সংস্কৃতি চর্চা ও ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রধান শিক্ষক আহসান হাবীব বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ /২৪ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আমাকে তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত করায় উপজেলা প্রশাসন ও নির্বাচক বৃন্দকে অত্র বেলকা এম,সি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সন্মাননা আমার কর্মজীবনে অনেকটাই উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস । আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।