
তীব্র তাপদাহে মাঠে কৃষকের কাজকে কিছুটা আরামদায়ক করতে নওগাঁর আত্রাইয়ে দুইশতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে গামছা ও মাথল বিতরণ করা হয়েছে। তীব্র গরম থেকে কৃষকদের স্বস্তি দিতে ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড:ওমর ফারুক সুমন।বোরো মৌসুমে তীব্র গরম যেখানে জন জীবন ওষ্ঠাগত। সেখানে ফসলের মাঠে কাজ করতে হাপিয়ে উঠছেন চাষিরা। তাদের এই কৃষি কাজকে সহজ করে তুলতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে গামছা ও মাথল। মঙ্গলবার দুপুরে আত্রাই উপজেলা মহাদিঘী গ্রামে ২০০ কৃষকের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।