
কক্সবাজারে হাইওয়ে এলাকায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সিএনজি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার ( ২ নভেম্বর ) সন্ধায় কুমিল্লা রিজিয়ন হোয়াইক্যং হাইওয়ে থানা এলাকায় অভিযান চালিয় ইয়াবাসহ একটি সিএনজি উদ্ধার করা হয়
বৃহস্পতিবার ( ২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো.খায়রুল আলম।
তিনি জানান,টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন কেরুণতলী চাকমারকুল রাস্তার মাথা নামক স্থানে চেক পোষ্ট ডিউটি করাকালীন টেকনাফ এর দিক হতে কক্সবাজার মূখী একটি সিএনজি থামার সংকেত দিলে গাড়িটি উল্টো দিকে ঘুরে পালানোর চেষ্টা করে। উপস্থিত ফোর্সের সহায়তায় গাড়িটি আটক করতে পারলেও সিএনজি চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত সিএনজি স্বাক্ষিদের উপস্থিতিতে তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে সিএনজি চালক এর সিট এর নীচে একটি হালকা সবুজ রং এর পলিথিনের ভিতর কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট খুলিয়া ৫টি সাদা রং এর পলি ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত ৫টি পলি ব্যাগ খুলে প্রতিটিতে ২০০০ পিস করে মোট ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি (রেজিঃ নং- কক্সবাজার-থ-১১-৯৭২৪) সহ জব্ধ তালিকা মূলে জব্ধ করেন। জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য (১০০০০×৩০০) ৩০০০০০০/- (ত্রিশ লক্ষ) টাকা এবং সিএনজি এর মূল্য অনুমান ৫০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা। টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে