
তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মহিলা ভাইসচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এর মধ্যে কে নির্বাচিত হবেন তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। ভোটারগণ দিচ্ছেন নানান মত। কঞ্চিবাড়ি ইউনিয়নের ভোটার সাজু মিয়া বলেন সুন্দরগন্জে উম্মে সালমার বিকল্প কেউ নেই, আমরা উনাকে আবারও বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ। হরিপুর ইউনিয়নের বাসিন্দা সাজেদুল ইসলাম বলেন, উম্মে সালমা ব্যক্তি হিসেবে অনেক ভালো তাই আমরা তাকেই ভোট দেবো। চন্ডিপুর ইউনিয়নের ভোটার জান্নাতি বেগম বলেন, উম্মে সালমা একজন নিরহংকারী মানুষ তাই আমরা আবারও উনাকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এক প্রশ্নের জবাবে উম্মে সালমা বলেন, আমি ছাত্রী জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আসছি।আমি পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। স্মার্ট সুন্দরগন্জ গড়তে সবাইকে সাথে নিয়ে কাজ করব।আগামী ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে দিনশেষে কাকে বেছে নেবেন সুন্দরগন্জবাসী সেটাই দেখার অপেক্ষা।