
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার অভিযোগে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশীরপাতার বটেরতল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তবকপুর ইউনিয়নের ক্বারীপাড়া গ্রামের মোছলেম উদ্দীন কবিরাজের ছেলে মো. হাবিবুর রহমান হাবিব (২১), উমানন্দ ব্যাপারী গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৩), খামার তবকপুর মুসল্লীপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে মোস্তাইন বিল্লাহ (৩২) ও খামার তবকপুর তেলীপাড়া গ্রামের কোব্বাস আলী (৩৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে তবকপুর ইউনিয়নের নিরাশীরপাতার বটেরতল এলাকা থেকে জামায়াতের ৪ জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডিআই/এসকে