নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট,সাংবাদিক মজিবর রহমান শেখ (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি দৈনিক নবচেতনা পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। সাংবাদিকতা পেশায় তার নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের জন্য তিনি সহকর্মীদের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্তীয়-সজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সাংবাদিক মজিবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁওয়ের বাংলাদেশ প্রেসক্লাব হরিপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃসিরাজুল ইসলাম , এবং অত্র সংগঠনের সংবাদ কর্মীগন। এছাড়াও শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও।
প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর উচ্চ বিদ্যালয় মাঠে। পরে মরদেহ নেওয়া হয় তার নিজ গ্রাম বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বাদমেছিল গ্রামে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
একটি শোক সংবাদ:
সহকর্মী মজিবর রহমান শেখের মৃত্যুতে জেলার সংবাদ কর্মীদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই। মহান আল্লাহ তা’আলা উনার পরিবারকে শোক কাটিয়ে উঠার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহতালা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।