
সাব্বির হাসান স্টাফ রিপোর্টার : প্রচন্ড তাপদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে যশোরের জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ৫ শতাধিক রিকসা ও ভ্যান চালকের মধ্যে ঠান্ডা পানি ও ছাতা বিতরণ করা হয়েছে। আজ বিকেলে যশোর কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পানি ও ছাতা বিতরণ করেন। এসময় অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহিন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ সভাপতি নূর ইসলামসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।