
” গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে খুলনার রূপসায় শিকদার সীডস ও স্টেডফাষ্ট কুরিয়ারের উদ্যোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। স্টেডফাষ্ট কুরিয়ারের রূপসা উপজেলা শাখা কার্যালয়ে বৃক্ষ রোপনের উপকারিতা শীর্ষক আলোচনা সভা,
গাছের চারা বিতরণ ও বিকালে পৃর্ব রুপসা এয়ারটেল টাওয়ারের সামনে খুলনা মোংলা মহাসড়কের পাশে বৃক্ষরোপণের মধ্যমে এই কর্মসূচি পালিত হয়।
শিকদার সীডসের সিও মহাসিন শিকদার এর সভাপতিত্বে স্টেডফাষ্ট কুরিয়ারের রূপসা হাবের ম্যানেজার সজিবুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেডফাষ্ট কুরিয়ারের খুলনা বিভাগীয় জোনাল ম্যানেজার মোহাম্মদ মোবারক শাহ। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।
একটি গাছ কাটলে সাথে সাথে দুইটি গাছের চারা রোপণ করতে হবে । তাহলে আমাদের পরিবেশ সুন্দর হবে।সভাপতির সমাপনী বক্তব্যে শিকদার সীডসের সিও মহাসিন শিকদার বলেন,গাছ আমাদের পরম বন্ধু, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দেশেও উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দেখা দিচ্ছে খরা, ঘূর্ণিঝড় ও প্রচণ্ড তাপদাহের মতো প্রাকৃতিক নানা দুর্যোগ। তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন নাহিদ হোসেন, সাগর হোসেন, মিরাজ শেখ, রনি, কবির হোসেন, ইয়াসমিন সুলতানা প্রমুখ।