
নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে নওগাঁ রাজশাহী মহাসড়কে আজ ৬ মে ২০২৪ সোমবার যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে বাঁধন নামের ৯ বছরের এক শিশু সকাল ১১টায় নিহত হয়েছে।
নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আকবর আলী জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত বাঁধন মান্দা উপজেলার গোটগড়ি খুদিয়াডাঙ্গা গ্রামের শামীমের একমাত্র সন্তান। শামীম স্বপরিবারে নওহাটা মোড়ে মেসার্স কফিল উদ্দিন রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করে আসছে। ঘটনার সময় বাঁধন চীপস কিনতে রাস্তার অপর প্রান্তে দোকানে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে নওগাঁ গামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ দূর্ঘটনাকবলিত বাসটিকে শনাক্ত করতে পারেনি। তবে সেখানকার সিসিটিভি ক্যামেরা অনুসন্ধান করে শীঘ্রই বাসটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছেন।