ঢাকা, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদ যাত্রা: জাল টাকা শনাক্ত ও রোবাস্ট পেট্রোলের পাশাপাশি সাদা পোশাকে নজরদারীতে র‌্যাব
রেলে ঈদযাত্রা:৩১৪ আসনের ৮২ টিকেটসহ গ্রেফতার ৬ কালোবাজারি
এক খেয়া পারাপারে মাসে অতিরিক্ত হাতিয়ে নেয় ৭৫ হাজার টাকা: আ’লীগের সিস্টেমই সচল
ভূরুঙ্গামারীতে ভুট্টা‌ ক্ষে‌তে ৮ বছ‌রের শিশু‌কে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক
ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে র‍্যাব-১১এর বিশেষ টহল
গৃহবধূ লামিয়া হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
নোয়াখালীতে ইদযাত্রা নির্বিঘ্ন করতে র‌্যাবের তল্লাশি
৩৭ লক্ষাধিক টাকার রড বোঝাই লরি ছিনতাই, গ্রেফতার দুই
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান:দিনব্যাপী বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯
লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরী বিচার না পেয়ে ধর্ষিতার আত্মহত্যা
৮ কেজি গাঁজাসহ লক্ষ্মীপুরে নারী মাদক ব্যবসায়ী আটক
পুরস্কার ও অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন ডাকাত ধরা ৫ শ্রমিক
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের

অবরোধে দিনের চেয়ে রাতে আগুন বেশি:ফায়ার সার্ভিস

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার ১৯টি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ঢাকা মহানগরী ও ঢাকা বিভাগের গাজীপুর, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ থেকে এ সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি জানান, গত ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা মোট ৩৪টি স্থানে আগুন দেয়। এরমধ্যে ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলী, রাঙ্গুনিয়া, ফেনী, চাঁদপুর, বায়েজিদ) ৮টি, রাজশাহী বিভাগে (বগুড়া, রায়গঞ্জ) ৪টি, রংপুর বিভাগে (পার্বতিপুর) ১টি, বরিশাল বিভাগে (চরফ্যাশন) ১টি, ময়মনসিংহ বিভাগ (কেন্দুয়া) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ৩টি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।

তিনি আরও জানান, পরিসংখ্যান বিশ্লেষণ করা দেখা গেছে, দিনের চেয়ে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। এই ৩ দিনে মোট ৩৪টি আগুনের মধ্যে সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত ১৯টি আগুনের ঘটনা ঘটে এবং বাকি ১৫টি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে। পর্যালোচনায় আরও দেখা গেছে, দিনের বেলা সংঘটিত আগুনের মধ্যে দিনের শুরুতে অগ্নিকাণ্ড বেশি সংঘটিত হয়েছে। দিনের ১৫টি আগুনের ঘটনার মধ্যে সকাল ৬ থেকে সকাল ১১ টার মধ্যে ৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ১ নভেম্বর রাত ১২টা থেকে ২ নভেম্বর সন্ধ্যা ৬ পর্যন্ত ৮টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ঢাকা সিটিতে ৪টি, ময়মনসিংহ বিভাগে (কেন্দুয়া) ১টি, চট্টগ্রাম বিভাগে (রাঙ্গুনিয়া, ফেনী) ২টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ) ১টি আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৫টি বাস, ১টি প্রাইভেটকার, ১টি ট্রাক পুড়ে যায়।

অন্যদিকে ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (৫ দিন) উচ্ছৃঙ্খল জনতা মোট ৮২টি স্থানে আগুন দেয় বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯ টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ