ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

রূপসা মাঝি সংঘের সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের সভাপতি মো: হালিম শেখের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ মে বেলা ১১ টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হালিম শেখের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমিকলীগের সদস্য মোঃ হায়দার আলী খান।
এ সময় লিখিত বক্তব্যে বলা হয় গত ১৭ ফেব্রুয়ারি মাঝি সংঘের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ হালিম শেখ সাধারণ ভোটারদের রায়ে সভাপতি নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ একটি গ্রুপ তার সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে।
তার অংশ হিসেবে পূর্ব রূপসা ঘাটে পেপার বিক্রেতা শারীরিক প্রতিবন্ধী মো: তাছির উদ্দিনকে প্রভাবিত করে তার শাশুড়ির সাথে আমার অবৈধ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাতে থাকে। বিষয়টি আমি জানতে পেরে সম্মানহানির প্রতিকারের দাবিতে গত ২১ এপ্রিল রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করি। তারপর তাসির শাশুড়ীর বিষয়টি বাদ দিয়ে নিজের বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রীকে জড়িয়ে আমার বিরুদ্ধে গত ২৫ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০২,খুলনায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে নানান রকম অনৈতিক মিথ্যা কল্পকাহিনী তৈরি করা হয়েছে। যার সাথে বাস্তবতার কোন মিল নেই বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কারণ সে একজন বুদ্ধিপ্রতিবন্ধী নারী। তাছাড়া সে সম্পর্কে আমার ভাগ্নি হয়। এছাড়া আদালতের লিখিত অভিযোগে মুখের দুই পাশে ঠোটের উপরে সিগারেটের আগুন দিয়ে ছ্যাকা দেয়ার যে কথা বলা হয়েছে, তার সাথেও বাস্তবতার কোন মিল নাই। কারন হিসেবে তিনি জানান কখনো আমি সিগারেট খাই নি যা সকলেই অবগত রয়েছেন। তিনি আরো বলেন এ বিষয়ে তাসিরের শাশুড়ি রেহেনা বেগমের কাছে আপনারা জানলে প্রকৃত ঘটনা জানতে পারবেন। মূলত সিগারেট দিয়ে পরিকল্পিত ভাবে মুখ পুড়িয়েছে তার জামাই তাসির উদ্দিন। তারপর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। যা সঠিকভাবে তদন্ত হলেই বেরিয়ে আসবে বলে তিনি দাবী করেন।
লিখিত অভিযোগে আরো জানানো হয়,ইতিপূর্বে তাসিরের সাথে আমার ১২০ টাকার মোবাইল লোড সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধকে পুজি করে প্রতিপক্ষ গ্রুপটি তাসিরকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। যাতে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি। এছাড়া তিনি বলেন, ইতিপূর্বে আমি মাঝি ইউনিয়নে ২০১৫ সালে ভোটারদের রায়ে সভাপতি নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। ৩ বার সহ-সভাপতি, ১ বার যুগ্ন সাধারন সম্পাদক ও ১ বার প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। যার কারনে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে তিনি এর তীব্র প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাসিরের শাশুড়ি রেহেনা বেগম জানান, আমার জামাই একজন মাদক সেবী। সে মাদক সেবন করে এসে আমার মেয়ের মুখের দুই পাশে সিগারেটের আগুন দিয়ে ছ্যাকা দেই। যা আমার মেয়ে মুখে স্বীকার করেছে। তাছাড়া তাসির নিকৃষ্টতম একজন মানুষ না হলে মায়ের মত শাশুড়ির বিরুদ্ধে এই অপবাদ দিতে পারে। কিছু সুযোগ-সুবিধার বিনিময়ে তাসির এ কাজ করছে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন মাঝি সংঘের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ, সহ-সাধারণ সম্পাদক শাহাদাৎ মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজর আলী, প্রচার সম্পাদক মোঃ মহব্বত আলী, অফিস সচিব মোঃ সাহেব আলী, সহ সংগঠনের সদস্যবৃন্দ।

শেয়ার করুনঃ