কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপে পুলিশ সুপারের ব্রিফিং:পুলিশ ও আনসার সদস্যদের সততা,নিষ্ঠা,সাহস ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা।
কুড়িগ্রাম জেলার চিলমারী,রৌমারী ও রাজিবপুরে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪,১ম ধাপ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সোমবার ( ৬ মে ) দুপুরে চিলমারী মডেল থানা প্রাঙ্গনে জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ ১ম ধাপে শতভাগ সততা,নিরপেক্ষতা, পেশাদারিত্ব,সাহস ও যুধবদ্ধতার সাথে পুলিশি দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।
সম্পূর্ণ সুষ্ঠু,সুন্দর,নিরপেক্ষ ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানোর বিষয়ে যথাযথ আইনী প্রক্রিয়ার নির্দেশনা এবং কোন পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরন করে সেক্ষেত্রে কঠোর বিভাগীয় ব্যবস্থার কথা বলেন পুলিশ সুপার। তিনি সকল পুলিশ সদস্যকে রেইনকোট,লেগসিন,হেলমেট,ভেস্ট,বাশি, লাঠি, অস্ত্র,গোলাবারুদ যথাযথ ব্যবহার,রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অন্যদিকে নাশকতার পরিকল্পনাকারীদেরও প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয় উক্ত ব্রিফিং প্যারেডে। এছাড়াও মহামান্য নির্বাচন কমিশন কতৃক নির্বাচনী দ্বায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় বর্জণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার।
উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মিনহাজুল ইসলাম,জেলা আনসার কমান্ডেন্ট নাহিদ হাসান জনি।
জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম,কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী,ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মোর্শেদুল হাসান,রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মমিনুল ইসলাম,চিলমারী থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক,রৌমারী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল্লাহ হিল জামান, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো.আশিকুর রহমান পিপিএম,ঢুষমারা থানার অফিসার ইনচার্জ আবু ছাঁয়েম মিয়া সহ জেলা পুলিশের অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
ডিআই/এসকে