প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ
কালিগঞ্জ নতুন হাট বাজার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম

আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী খাজাবারিয়ার প্রাণকেন্দ্র ঈশানগঞ্জ নতুন হাট
সপ্তাহে তিন দিনের পরিবর্তে প্রতিদিন বাজারে পরিণত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮ টায় ঈশানগঞ্জ (নতুন হাট) কে প্রতিদিন বাজার হিসেবে উদ্বোধন করা হয়।
ঈশানগঞ্জ বাজার কমিটির সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদলী ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম আব্দুল জলিল,৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ ঘোষ (বাবু) ৮ নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ইলিয়াস শাহ, কালিগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের কম্পিউটার অপারেট জিএম গোলাম মোস্তফা(বাটুল) বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী পিয়ার আলী, সাংবাদিক জি এম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আবু মুসা বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান, প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা জহুর আলী, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ব্যবসায়ী আলহাজ্ব আমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জমিদার ফজর আলী। ব্যবসায়ী আনিসুর রহমান, ব্যবসায়ী জাকির হোসেন, মাংস ব্যবসায়ী সোফিয়ার রহমান শফি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.