ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন

সংগ্রামী নেতা ‘আবু সাঈদ জুটন’ হতে চান বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক

লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়ার প্রতি আহবান জানিয়ে নিজেও হতে চান বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক। রায়পুরের সংগ্রামী এই নেতা শুধু একজন আদর্শ রাজনৈতিক নেতাই নন তিনি গরীব, অসহায় মানুষের পরম বন্ধুও বটে। স্থানীয় কয়েকজন বলেন, ” যেকোনো ব্যাপারে জুটন ভাইয়ের কাছে গেলে সহযোগিতা পাই। তিনি কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। তিনি পরোপকারী, নিঃস্বার্থ এবং নিরহংকারী। ”

সংগ্রামী নেতা আবু সাঈদ জুটনের বাবার নাম মোঃ মোস্তফা মিয়া, তার মা আনোয়ারা বেগম, তিনি রায়পুর পৌরসভার দক্ষিণ কেরোয়ার ৭নং ওয়ার্ডের ৭৩২ নং বাড়িতে বসবাস করেন। তারা স্বপরিবারে দীর্ঘদিন যাবত বাংলাদেশ আ’লীগের রাজনীতির সাথে জড়িত। খোঁজ নিয়ে জানা যায় সে ১৯৯৭ থেকে ১৯৯৮ ইং সনে বাংলাদেশ ছাত্রলীগ, রায়পুর কলেজ শাখার সাধারণ সম্পাদক ও ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সহ – সভাপতি এবং ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জেলা জেলা ছাত্রলীগের উপ- অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তারপর ১২ ডিসেম্বর ২০১৯ সাল থেকে রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।৭ জানুয়ারি ২০২২ রায়পুর, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। বর্তমানে তিনি রায়পুর, পৌর আওয়ামিলীগের
সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত থেকে জনগণের নিরলস সেবা করে যাচ্ছেন। বিগত দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাহার এবং তাহার পরিবারের ভূমিকা ছিল অসামান্য। স্থানীয় সূত্রে জানা যায় তিনি রাজনৈতিক জীবনে দলের নিয়ম শৃঙ্খলা পরিপন্থি এবং রাট্রদ্রোহী কোন কাজের সহিত জড়িত ছিলেন না এবং বর্তমানেও নেই। ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্য এই প্রতিবেদককে তিনি বলেন, ” আমার স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশ ও জনগণের সেবা করব। রাজনীতিতে যখন নাম লিখেছি তখন থেকে একটাই লক্ষ্য এবং স্বপ্ন ছিল সর্বস্তরের জনগণের সেবা করার এখন পর্যন্ত তাই করছি। রাজনীতি করে দল থেকে কিছু নিতে আসিনি, রাজনীতিতে নাম লিখেছি দলকে দিতে, দলের জন্য প্রয়োজনে নিজেকে আত্মত্যাগ করতে। ভবিষ্যতে প্রজন্মকে শুধু একটাই অনুরোধ থাকবে তারা যেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে দেশ ও জাতির সেবায় উৎসর্গ করে। ”

আবু সাইদ জুটন সম্পর্কে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন এই প্রতিবেদককে বলেন, ” আবু সাঈদ জুটন আ’লীগের একজন সৎ এবং ত্যাগী নেতা। গোপন ভোটের মাধ্যমে তিনি রায়পুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর থেকে দলের জন্য একদিকে যেমন তিনি কঠোর পরিশ্রম করেছেন অপরদিকে তার নিজের অর্থও দলের জন্য ব্যয় করছেন। এরকম একজন সৎ, নিরহংকার, পরোপকারী ও নিঃস্বার্থ নেতা পাওয়া দলের জন্য সৌভাগ্য। এরকম নেতা যদি দলে থাকে তাহলে দলকে সামনে এগিয়ে নিতে সহজ হয়। আমি তার ভবিষ্যত সাফল্য কামনা করছি। ”

শেয়ার করুনঃ