
আলমগীর হোসেন, কালিগঞ্জ ব্যুরো,
বিএনপি ও জামাত কর্তৃক সন্ত্রাস ও নৈরাজ্য, হরতাল, অবরোধের প্রতিবাদে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা উপলক্ষে র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় কালিগঞ্জ বঙ্গবন্ধু মুরালের পাদদেশে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সভাপতিত্বে ও ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি’র চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিঃ সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আ’লীগের সদস্য এডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু , সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক তানভীর আহমেদ সুজন, উপজেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জি প্রমুখ। এ সময় জেলা উপজেলা আ’লীগ যুবলীগের ১২ টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।