ঢাকা, বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিরোজপুরে বিএনপি’র আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত
পাঁচবিবি থানার হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার
পঞ্চগড়ে জাকের পার্টি ছাত্রফ্রন্টের আলোচনা সভা
সাংবাদিক আক্তারুজ্জামানের স্মরণে শোক সভা
বাঁশখালীতে স্ত্রী খুনের আসামীকে গণ পিটুনিতে হত্যা, এতিম ৩ শিশু
ন্যায়ের শপথ নিন জামায়েতে ইসলামে যোগ দিন: জমায়েত নেতা মাও. নুরুল আমিন
কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান
কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাঙ্গালহালিয়াতে হাজারো মানুষের উপস্থিতিতে উদ্‌যাপিত হলো মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব
আলীকদমে চেয়ারম্যান নাছির উদ্দীনের অপসারণের দাবিতে মানববন্ধন
যাত্রাবাড়ীতে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
জীবননগর পদ্মগঙ্গা বিল নিয়ে মৎস্যজীবী সমিতির অভিযোগ
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৫
মগবাজারে ফ্লাইওভারের ল্যাম্প পোস্টের তার চুরি,চোর গ্রেফতার

হাটহাজারী এনায়েতপুর মগেধশ্বরী মন্দিরের পুকুর খননে অলৌকিক ঘটনা

হাটহাজারী এনায়েতপুর গ্রামস্হ মগেধশ্বরী মন্দিরের সাথে পুকুর খননে অলৌকিক ঘটনা ঘটে। বহু পুরনো তিন শতাধিক বছর আগের এই মন্দির। বহুল আলোচিত মন্দিরটা দীর্ঘদিন যাবত তেমন একটা বড় করে কোন অনুষ্ঠান করা হয়নি। হঠাৎ পাশে পুকুর খনন করতে গিয়ে এই ঘটনা ঘটে লোকের মুখে শোনা গেল পুকুর খনন করতে গিয়ে বিশাল দুটো সাপ ওঠে এবং একটি সাপ মেরে ফেলা হয়।
পুকুরের যে খনন কাজে এসকে বেটার ব্যবহার করা হয়েছে উনার খুব ব্যতিক্রমী একটা অনুভব করতে পেল এবং স্বপ্নযোগে দেখতে পেল এখানে কোন ধরনের খনন কাজ করা যাবে না কারণ তার মেয়েকে হত্যা করা হয়েছে এমন ঘটনা জানান।
বলেন ওই তার মেয়েকে নির্ধারিত স্থানে সমাধি করার কথা উল্লেখ করেছেন।
লোকো মুখে আরো শোনা গেল পূর্বে যারা যারা অবাধ্য হয়ে গাছ কেটেছে খনন করার চেষ্টা করেছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কেউ কেউ নিজের জীবন নিয়ে হেনস্থাই পড়েছে ।
যারা এই মন্দিরের কার্য বিধিতে অবরত রয়েছেন তাদের মুখে বলা কথা তারা সর্বদা এভাবে মায়ের আরাধনা করবেন। সবার কাছে অনুরোধ জানিয়েছেন সবাই যেন একত্রিত হয়ে মন্দির দর্শন করতে যান যার যতখানি সাধ্যমতে সাহায্যের হাত বাড়িয়ে দেন।পাশাপাশি অনেকেই তাদের জায়গা দান করে দিয়েছেন মন্দিরের নামে।

আজ গেল কতদিন ধরে অসংখ্য ভক্তের সমাগম এবং কোথা থেকে কি নিয়ে আসছে কে দিচ্ছে খাবারের আয়োজন করা হচ্ছে এসব কিভাবে হচ্ছে কেউ ভেবে পাচ্ছে না। আজকেও সাত আট হাজারের উপরে মানুষের খাওয়ারের আয়োজন হয়েছে বলে জানিয়েছেন এবং বলছেন সারা জীবন এই মন্দিরের জন্য খেটে যাবেন মন্দিরের সকল সদস্যবৃন্দ।
মন্দিরের আশেপাশে থাকা ব্যক্তিদের মুখে শোনা গেল বর্তমান প্রেক্ষাপটে জায়গার অতি মূল্য তাই কেউ কারো জায়গা নিয়ে টানা হেছরা করছে। সবার কাছে অনুরোধ থাকবে আর কেউ যেন মন্দিরের জায়গা শ্মশানের জায়গা কবরস্থানের জায়গা দখল না করে। অন্যায় ভাবে জবর দখল না করে তাদেরও এমন ভয়াবহ পরিণতি হতে পারে।

শেয়ার করুনঃ