
পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষক সমাবেশ ও নতুন কারিকুলাম নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল স্মৃতি অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার।
সমাবেশে ১৭৫ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬ টি মাদ্রাসা ও ১০ টি কলেজের ৭ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১২ শিক্ষককে সম্মাননা পদক প্রদান করা হয়।