
রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশঈ বিয়ারসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর একটি দল। গ্রেফতারকৃতের নাম শেখ মাইনুল ইসলাম (৩৮)। তিনি বরিশাল উজিরপুরের মো.নুরুল হক শেখের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে বিয়ার পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ ১৮৮ লিটার বিয়ার ও একটি মোবাইলফোন জব্দ করা হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপস্ এবং মিডিয়া অফিসার) মো.মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়,শনিবার দিবাগত রাত ৪ টা ৩০ মিনিটের দিকে র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বনানী থানাধীন এলাকায় ১ জন বড় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করে বাড্ডা থানা এলাকা হতে ভাটারা থানা এলাকার উদ্দেশ্যে রওয়ানা করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন আফতাব নগর,ব্লক-জি এর সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে বড় মাদক ব্যবসায়ী আসামী শেখ মাইনুল ইসলামকে (৩৮) গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীর নিকট হতে ১৮৮ লিটার বিয়ার, ১টি প্রাইভেটকার এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়,জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিয়ার সরবরাহ করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য বিয়ার পরিবহন করে ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।
র্যাব জানায়,উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে