
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে দেবরের বিরুদ্ধে ভাবীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চরিবলা গ্রামে। ভুক্তভোগি ও পরিবারের সদস্যদের অভিযোগে জানা গেছে, চরবিলা গ্রামের এক গৃহবধূর স্বামী ভোলায় একটি ইট ভাটায় কাজ করে। ফলে গ্রামের বাড়িতে শিশু সন্তানদের নিয়ে গৃহবধূ একাই বসবাস করেন। সেই সুযোগে ওই গৃহবধূর প্রতিবেশি দূরসম্পর্কের দেবর একই গ্রামের রাজু মোল্যা (৩৮) দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাব দিয়ে আসছে। এক পর্যায়ে গত ২৮ এপ্রিল রাত ১০ টার দিকে গরমের কারণে ঘরের দরজা খোলা রেখে শুয়ে ছিলেন। এসময় অভিযুক্ত রাজু মোল্যা গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ চেষ্টা চালালে গৃহবধূর চিৎকারে আশেপাশের মানুষেরা ছুটে এলে রাজু পালিয়ে যায়। এরপর থেকে গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোন বিচার পান নি ভুক্তভোগীরা। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি তাদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাজু মোল্যা। তিনি বলেন, ২৮ তারিখে বাড়ির ছোট ছেলেপেলে নিয়ে অভিযোগকারী নারীদের সাথে আমাদের মারামারি হয় ।মারামারিতে আহত হয়ে ওইদিন রাত ১০ টার সময় আমিসহ পরিবারের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ছিলেন। তাহলে কিভাবে আমি ধর্ষণের চেষ্টা করলাম। তাদের সাথে আমাদের ঝামেলা আছে কিন্তু ওই নারীর সাথে আমার সেরকম কোন কথাবার্তা হয় না৷ ওই নারী যে কেমন তা আপনারা আশেপাশের লোকজনের সাথে কথা বললে বুঝতে পারবেন এবং আমি কি ধরনের ছেলে তাও বুঝতে পারবেন।