
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় নিত্য পণ্য চড়া দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা।
আজ ০২ নভেম্বর (রোজ বৃহস্পতিবার) বিকেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ বিশেষ হিসেবে হাতিয়া উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বড় পাইকারী বাজার উপজেলার তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জনাব সুরাইয়া আক্তার লাকী, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসময় উপস্থিত ছিলেন, জনাব গোলাম সরওয়ার, সহকারী কমিশনার (ভূমি), এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুইজন আড়ত মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এই অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
এসময় তিনি আরো জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সরকারি নির্ধারিত দামের বাহিরে চড়া দামি বিক্রি করলে কোন অসৎ ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।