
তীব্র তাপ দাহ’র কারণে পটুয়াখালী শহরে কোমলমতি শিশুদের উদ্যােগে পথচারী ও রিক্সা ড্রাইভারদের মাঝে শরবত বিতরন করা হয়েছে। ৫ মে রবিবার বেলা ১২ টার দিকে পটুয়াখালী শহরের রুস্তম মৃধা কালভার্ট ও পটুয়াখালী সদর সাব রেজিস্টার অফিসের সামনের সড়কে কোমলমতি শিশুদের উদ্যােগে এ শরবত বিতরন করা হয়। এসময় পথচারী ও রিক্সা ড্রাইভারদের মাঝে শরবত বিতরন কালে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন,পটুয়াখালী জেলা রেজিস্টার কার্যালয়ের সহকারি সেলিনা আক্তার এর জমজ কন্যা সন্তান পটুয়াখালী কালেক্টর স্কুল এ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছামিয়া আফরিন সেন্হা ও সাজিয়া আরমিন ছোয়া এবং তাঁর নাতি সাইয়ারা আরবি আনাবিয়া (৪) প্রমুখ। উপোরক্ত তিন কোমলমতি শিশু পৃথকভাবে এ প্রতিবেদক কে বলেন, তাঁরা তীব্র তাপ দাহের কারণে ক্লান্ত পথিক ও রিক্সা ড্রাইভারদের মাঝে শরবত বিতরন করে বেজায় খুশি।