
কথিত মানবতার ফেরিওয়ালা ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’আশ্রমের গ্রেফতার মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের দায় তার স্ত্রী এড়াতে পারেন না।
রবিবার (৫ মে ) দুপুর সোয়া ১ টার দিকে মিন্টো রোডের ডিবি অফিসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ডিবিপ্রধান।
তিনি বলেন,’আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত যেভাবে কোটি কোটি সংগ্রহ করেছেন মিল্টন, অন্যদিকে সেবা দেননি। মিল্টনের স্ত্রী একজন নার্স। তিনি নিয়মিত মিল্টনের কেয়ার সেন্টারে যেতেন,সেখানে অনিয়ম জেনেও তিনি প্রশাসনকে তিনি জানাননি। সেক্ষত্রে আমি মনে করি এসমস্ত দায় তিনিও এড়াতে পারেন না।’
তবে মিল্টন সমাদ্দারের এ সংশ্লিষ্ট লেনদেন ও ব্যাংক একাউন্টে স্ত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান ডিবিপ্রধান।
এদিকে জিজ্ঞাসাবাদ শেষে মিল্টন সমাদ্দারের স্ত্রী বলেন, ‘আমি আইনের উপর শ্রদ্ধাশীল,আইন যেটা চাইবে সেটাই হবে।’
ডিআই/এসকে