
শেরপুর জেলা ও দায়রা জজ, মোহাম্মদ তৌফিক আজিজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।সাক্ষাৎকালে পুলিশ সুপার ও দায়রা জজ, পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে,জেলা পুলিশের সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতায় কাজ করার আশা প্রকাশ করেন।এসময়,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলামসহ আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।