ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

অবশেষে মংডু জেলায় বিজিপির সদর দপ্তর বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির নিয়ন্ত্রণে

অবশেষে মংডু জেলায় বিজিপির সদর দপ্তর বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সপ্তাহব্যাপী চতুর্মূখী যুদ্ধে ৫ মে ভোর ৩ টার দিকে এটি আরকান আর্মির দখলে চলে যায়।
বর্তমানে এ দপ্তরটিতে বিদ্রোহী আরকান আর্মির ৫ শতাধিক সদস্য অবস্থান করে তাদের নিয়ন্ত্রন ধরে রাখতে চেষ্ঠা করছে।মিয়ানমার রাখাইন প্রদেশের মংডু জেলার উত্তরে কাওয়ার বিল বিজিপির একমাত্র সদর দপ্তরটি দখলে নেওয়ার লক্ষ্যে বিদ্রোহী গ্রুপ AA দীর্ঘদিন যাবত সশস্ত্র যুদ্ধ করে আসছে জান্তা বাহিনী সাথে আরকান আর্মি ।

গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখ থেকে বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির স্বশস্ত্র যোদ্ধারা জান্তা সরকারের বিজিপির মন্ডু জেলা সদর দপ্তর দখল বা নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে এ যুদ্ধ। এ লক্ষে্য আরকান আর্মি তীব্র আক্রমণ শুরু করে বিজিপি ও সেনাদের সমস্ত স্হল পথ বন্ধ করে রাখে । বিজিপি ও সেনা সদস্যা শেষ পর্যন্ত কোন উপায় না দেখে গত ৩ মে ২০২৪ তারিখ রাত ৩ টায় গোপনে সদর দপ্তর হতে কিছু সদস্য পালিয়ে যায়। বাকী ৫০জন সদস্য বিদ্রোহী গ্রুপ AA এর হাতে আত্মসমর্পণ করেন অর্ধশতাধিক সদস্য নিহত হয়েছে বলে সুত্রে জানা যায় ।

গোপন সুত্রে জানা যায় বিজিপির সদর দপ্তরে ০৬ শতাধীক বিজিপি ও সেনা সদস্য ছিল। বিজিপির সদর দপ্তর হতে পালিয়ে নাফনদী সংলগ্ন Pyin Hpyu এলাকায় অবস্থান নিয়ে নাফ নদী পাড়ী দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বিদ্রোহী গ্রুপ AA বিষয়টি নিশ্চিত হয়ে উক্ত বিজিপি কে হাতে নাতে ধরার জন্য আক্রমণ শুরু করলে বিজিপিরা পূর্ণরায় পিছনে বেগ হয়ে আত্বগোপনে চলে যায় বলে গোয়েন্দা সুত্রে জানা যায় । বিজিপির সদর দপ্তর হতে পালিয়ে যাওয়া সদস্যদের কে উদ্ধার ও সহায়তা করার লক্ষ্যে ০৩ মে ২০২৪ তারিখ সকাল ০৮০০ ঘটিকায় শতাধীক সেনা ও বিজিপি গাড়ী যোগে কাইন্ডাপাড়া ০৫ নং বিজিপির ব্যটলিয়ান সদর হতে Pyin Hpyu এর উদ্দেশ্য গমন করলে সেনা ও বিজিপির গাড়ী Hla Poe Kaung ১০ নং বিজিপির ব্যটলিয়ান সদরের পার্শ্ববর্তী আসলে বিদ্রোহী গ্রুপ AA সেনা বিজিপির উপর আক্রমণ শুরু করলে সেনা ও বিজিপি পাল্টা আক্রমণ শুরু করেছেন বলে সুত্রে জানা যায় । হতাহতের সঠিক তথ্য জানা যায়নি। বর্তমানে বিজিপির সদর দপ্তর বিদ্রোহী গ্রুপ AA নিয়ন্ত্রণ নিয়েছেন বলে প্রাপ্ত সুত্রে জানা যায় । বিজিপির সদর দপ্তরে বিদ্রোহী গ্রুপ AA বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ খাদ্য রসদ পেয়েছেন বলে সুত্রে জানা যায় । মংডু জেলা শহর ও মংডুর দক্ষিণে মেরুল্লা , ইনডিং , শীতাপুরিক্ষা সহ কয়েকটি সেনা বিজিপির ব্যটলিয়ান ও ক্যাম্প নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিদ্রোহী গ্রুপ AA অপেক্ষায় আছে এবং পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টায় রয়েছেন বলে জানা যায় । Da Pyu Chaung এলাকায় MOC – 15 সরদ দপ্তর দখলে নেওয়ার বিদ্রোহী গ্রুপ AA জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সুত্রে জানা যায় । বুথিডং টাউনশীপ এলাকা বর্তমানে বিদ্রোহী গ্রুপ AA এর ৬০% ভাগ নিয়ন্ত্রণে রয়েছেন বলে জানা যায় । বুথিডং টাউনশীপের অবশিষ্ট নিয়ন্ত্রণ বিদ্রোহী গ্রুপ AA এর হাতে চলে আসলে রাখাইন প্রদেশের বৃহত্তর বানিজ্যিক মংডু জেলা সম্পুর্ণ AA এর দখলে চলে আসবে । অনুসন্ধানে জানা যায় মংডু জেলা AA এর নিয়ন্ত্রণে চলে আসা সময়ের ব্যাপার মাত্র ।

শেয়ার করুনঃ