যৌথ মহড়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার, র্যাব-১২, পরিচালক, ১৪ আনসার ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গাগণের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়কে ডমিনেন্স প্যাট্রোলিং শেষে দামুড়হুদা ও দর্শনা থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ডসহ জনসমাগম স্থানে উপস্থিত ভোটারসহ জনসাধারনের উদ্দেশ্য আগামী ৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের সঙ্গে স্থানীয় পরিবেশ ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে জনগণকে জাগ্রত করার চেষ্টা করেন।