ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তানোরে শেষ মুহুর্তে জমে উঠেছে প্রচার- প্রচারনা

রাজশাহীর তানোরে উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তে জমে উঠেছে প্রচার প্রচারনা। প্রার্থীদের গনসংযোগ মুখরিত হয়ে উঠেছে পাড়া মহল্লায় হাট বাজার। প্রচন্ড রোদ ও খরতাপের কারনে প্রার্থীরা সকাল থেকে গনসংযোগ শুরু করে দুপুরে একটু বিরতি দিয়ে বিকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

অপর দিকে পাড়া মহল্লায় প্রচার মাইকে বাজানো হচ্ছে প্রার্থীদের গানের তালে তালে ভোট প্রার্থনা করে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সুরে গান। প্রার্থীদের পোষ্টের পোষ্টের ছেঁয়ে গেছে পাড়া মহল্লার দোকান পাট ও হাট বাজার। সব মিলিয়ে প্রচার প্রচারনার শেষ মুহুর্তে জমে উঠেছে তানোর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা ও গনসংযোগ।

তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তানোর উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভায় মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ১শ’ ৭৩ জন। মোট ভোট কেন্দ্র ৬১ টি।

চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তানোর উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না (কাপ পিরিচ) ও তানোর উপজেলা আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (মটরসাইকেল)। এই ২ প্রার্থীর মধ্যে গনসংযোগ ও প্রচার প্রচারনার দিক থেকে এগিয়ে রয়েছেন কাপ পিরিচের প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না।

তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি ২৪ এপ্রিল থেকে শুরু করে ধারাবাহিক ভাবে ২রা মে পর্যন্ত ৮১ টি ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন। অপর দিকে মটরসাইকেল প্রতিকে প্রার্থী আব্দুল্লাহ আল মামুন উঠান বৈঠক করেননি। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও গনসংযোগ করেছেন।। ময়নার পক্ষে নেতাকর্মিদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে মাঠে ভোট প্রার্থনা করতে দেখা গেছে।

কিন্তু মামুনের পক্ষে নেতাকর্মীদের ভোট প্রার্থনা করতে তেমন দেখা যায় নি। তবে, মামুনের পক্ষে বিভিন্ন এলাকায় গিয়ে গনসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন গত জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী তানোর উপজেলা আ’ লীগ সাবেক সভাপতি গোলাম রাব্বানী। সব মিলিয়ে প্রচার প্রচারনার দিক থেকে এগিয়ে রয়েছেন কাপ পিরিচের প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না।

ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন সাবেক যুবলীগ নেতা সোহেল রানা (তালা প্রতিক) ও কলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি তানভির রেজা (চশমা) এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার (কলস) সাগরী ভৌমিক ফ্যান এবং নাসিমা খাতুন (সেলাই মেশিন)। আগামী ৮ই মে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সুষ্ঠু ভাবে গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন বলে জানিয়েছেন তানোর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান।

শেয়ার করুনঃ