
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ,পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগ সুপেয় পানি ও খাবার সেলাইন বিতরণ করা হচ্ছে নগরের বিভিন্ন জায়গায়।
এরই অংশ হিসেবে শনিবার আজিমপুর ক্রসিং, ফুলবাড়িয়া ক্রসিং এবং তাতিবাজার ক্রসিং এলাকায় শ্রমজীবী, রিকশাচালক,পথচারী,পরীক্ষার্থীদের খাবার পানি ও প্যাকেটজাত স্যালাইন বিতরণ করেছেন ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ রকম সময়োপযোগী উদ্যোগে শ্রমজীবী এবং পথচারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.আশিক হাসান,সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে,সহকারী পুলিশ কমিশনার রাজীব গাইন, সহকারী পুলিশ কমিশনার গোলাম মোর্সেদসহ লালবাগ বিভাগের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে