ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ১ম ইফতার ও দোয়া মাহফিল
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ আটক-০২
আমরা চাই ঢাকা হোক ‘ন্যায্যতার শহর’: পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক
প্যারিসে আয়োজিত পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়েছেন ডিএনসিসি প্রশাসক
জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলেন সাংবাদিকতার পাশাপাশি বিএনপি’র নেতা… শিমুল 
দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে:-আবু সুফিয়ান মুক্তার
ফুলবাড়ীতে থাউজেন্ট হসপিটালাস্ এর উদ্যোগে মাঝে ইফতার বিতরণ
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম
রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধায় এবি পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
শংকরপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা
সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

পাথরঘাটায় মুক্তিযোদ্ধার জমি দখল

বরগুনার পাথরঘাটায় রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার কবলাইকৃত জমি জোর পুর্বক জবর দখল করে মন্দির নির্মাণ করেন।
এ ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জীবনের নিরাপত্তা চেয়ে জমি দখল, অবৈধ স্থাপনার প্রতিবাদ করেন মুক্তিযোদ্ধা আ.হালিম মোল্লা।ভুক্তভোগী হালিম মোল্লা একজ বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট পাথরঘাটা উপজেলাধীন তালুকের চরদুয়ানীর বাসিন্দা মুক্তিযুদ্ধের সময় নিজের জীবন বাজি রেখে লড়াই, সংগ্রাম যুদ্ধ করেছেন, স্বাধীনতা অর্জনের অংশীদার হয়েও আজ তার সম্মানহানী হচ্ছে, দেশ স্বাধীন করেও প্রাণ নাশের হুমকিতে একজন মুক্তিযোদ্ধা।নিজ সম্পত্তি ও জবর দখল করে নিয়ে যাচ্ছে ভুমিখেকোরা।

সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বৈরাগী বাড়ির লোকজন দলিল বিহীন অবৈধভাবে জমি দখল করে ঘর স্থাপন করেন এবং হালিম মোল্লাহ সহ তার পরিবারকে প্রান নাশের হুমকি দিয়েছে একই এলাকার পরিমল রায়,মিরণ রায়,শুভ রায়,বাবুল রায়,পলাশ,সুজনসহ অপরিচিত কিছু বারাটে সন্ত্রাসীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আ.হালিম মোল্লার ছেলে আল-আমীন তার লিখিত বক্তব্যে বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর থেকেই আমার বাবার নামে কবলাকৃত ৬৪ শতাংশ জমি যার খতিয়ান নং -৬২৪। আমাদের এই দীর্ঘ বছরের স্বত্ব দখলীয় জমিতে রাতের আধারে মন্দিরের নামে ঘর নির্মাণ করিয়া বসতি স্থাপনা করেন।এবং ভারাটে সন্ত্রাসী সহ আমাদের প্রান নাশের হুমকি দেয়।

পাথরঘাটা আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞার নির্দেশ দেন আদালতের নির্দেশনা অমান্য করে ঘর নির্মাণ করে হরি মন্দির নামের একটি সাইনবোর্ড টানায়। তারা ধর্মকে ব্যবহার করে জমি দখল ও চাঁদাবাজী করে এমন চিত্র এলাকায় বিদ্যমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি, গোলাম মোস্তফা চৌধুরী , সাধারণ সম্পাদক, আমিন সোহেল, চরদুয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার আহমেদ পনু ও সাংবাদিকবৃন্দ।

অভিযুক্ত মিরন রায় বলেন, আমার ঠাকুমা শান্তি কনা রায় ১৫ শতাংশ জমি বিরোধীদের সাথে শালিসীর মাধ্যমে পায় তাই আমরা আমাদের মুক্তি কামনায় মন্দির ঘর নির্মাণ করি। আমাদের উপর আরোপিত মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ সত্যি নয়।

শেয়ার করুনঃ