
সাব্বির হাসান স্টাফ রিপোর্টারঃ একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই,শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মণিরামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে ২ মে (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সংস্থার Peoples against violence everywhere(PAVE) প্রোগ্রামের পিএফজি (পিস ফ্যাসিলেটেটর গ্রুপ) মণিরামপুর উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পিএফজি’র পিস অ্যাম্বাসেডর আব্দুল মান্নানের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর অধ্যাপক মো: আব্বাস উদ্দীনের সঞ্চালনায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মণিরামপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমজাদ হোসেন লাভলু (আনারস), প্রভাষক ফারুক হোসেন (মোটরসাইকেল) প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগন জনগনের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচিত হলে জনগনের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগন প্রতিশ্রুতি দেন। জনগনের মুখোমুখি অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর খোরশেদ আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর গিয়াস উদ্দীনসহ এ অনুষ্ঠানে পিএফজি’র সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগন উপস্থিত ছিলেন।