
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ উপলক্ষে ১৪ লাখ টাকা চাঁদা আদায়ের খরচের হিসাব দিতে পারেনি প্রধান শিক্ষক ।
সকালের খবর ২৪ ডট কম প্রতিনিধির অনুসন্ধানে জানা যায়, ২১ জানুয়ারি ২০২৩ তারিখ ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজে শতবর্ষ পূর্তি উপলক্ষে চাঁদা আদায় করেন চৌদ্দ লক্ষ টাকা । কিন্তু প্রধান শিক্ষক হারুনুর রশিদ মুখে মুখে তের লক্ষ টাকা খরচের হিসাব দিলেও কাগজপত্রে কোন হিসাব দিতে পারেননি । তবে বিভিন্ন সূত্রে জানা যায়, শতবর্ষ অনুষ্ঠানে প্রায় তিন হাজার লোকের আয়োজন করা হয়েছিল । যেখানে অতিথি আপ্যায়নের জন্য পোলাও ভাতের সাথে ১ পিছ ডিম, ১ পিছ পোল্ট্রি মুরগের রান খাবারের জন্য আয়োজন করা হয়েছিল । বাজার করার দায়িত্বে ছিলেন সহকারি শিক্ষক দীপক কান্তি রায় । শুধু মসলার বাজার ২ লক্ষ টাকা । সচেতন মহলের প্রশ্ন ২ লক্ষ টাকার মসলা দিয়ে কতজন লোককে খাওয়ানো যেতে পারে । এখানেও পুকুর চুরির মত দুর্নীতি মনে হয় । নানা রকম দুর্নীতি ও অনিয়মের পাহাড় সম অভিযোগ জমিয়েছেন ওই প্রধান শিক্ষক । এর আগে গত দুই পর্বে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে । যিনি স্কুল উন্নয়ন কাজের জন্য ৮০ টাকার পণ্য কিনে ৮৬৭৫ টাকার বাউচার বানিয়েছেন । এরকম অসংখ্য ভাউচারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণের আগে একটি পুরাতন টিন সেটের ঘর (মূল্য অনুমান তিন লক্ষ টাকা) বিক্রি করে দিয়ে ওই টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায় ।
ম্যানেজিং কমিটির সভাপতি সামসু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ের উপর একটি সুষ্ঠ তদন্ত করা হোক ।এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে ।