
বরগুনার আমতলী নতুন বাজার বাঁধঘাট এলাকার এক টিন ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৪ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে এটাকা উদ্ধার করা হয়। টাকা উদ্ধারের এ ঘটনায় প্রশংসায় ভাসছে পুলিশ। জানা গেছে, আমতলী নতুন বাজার বাঁধঘাট এলাকার নিট ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় পৌরসভার ৩নং ওয়ার্ডের নিজ বাসা থেকে ৩০ লক্ষ টাকার দুটি ব্যাগ নিয়ে অটোযোগে ব্যবসা প্রতিষ্টানে যান। সেখানে যাওয়ার পর দুটি ব্যাগের ১টি নিয়ে দোকানে নামেন অন্যটি ভুলবসত অটোতে ফেলে যান। টাকার হিসাব করে দেখেন ১৪ লক্ষ টাকার ব্যাগটি অটোতে ছিল। তাৎক্ষনিক তিনি আমতলী থানা পুলিশের শরণপন্ন হয়ে ওসির সহযোগিতা কামনা করেন। ওসি এসআই মো. সিদ্দিকুর রহমানের ও এ এস আই বিশ্বজিৎ এর
নেতৃত্বে পুলিশ পাঠান ঘটনাস্থলে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসআই মো. সিদ্দিকুর রহমান ওই এলাকার সকল সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে অটোচালক মজিবুর রহমানকে চিহ্নিত করেন। এবং
বিভিন্ন অটোচালক মারফত খোঁজ নিয়ে জানতে পারেন ওই অটো চালক চাওড়া ই্উনিয়নের কাউনিয়া গ্রামের মো.হানিফ হাওলাদারের ছেলে মজিবুর রহমান হাওলাদার। নাম ঠিকানা জানার পরপরই ওই দিন সন্ধ্যায় মজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ১৪ লক্ষ টাকা পাওয়ার কথা স্বীকার করে এবং তা পুলিশের নিকট ফেরৎ দেয়। টিন ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন বলেন, পুলিশের প্রশংসনীয় ভূমিকার কারনে আমি আমার হাড়িয়ে যাওয়া ১৪ লক্ষ টাকা ফেরৎ পেয়েছি। এজন্য আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।আমতলী থানার এসআই মো. সিদ্দিকুর রহমান বলেন, বাঁধঘাট এলাকার সিসিটিভির ফুটেজ
দেখে প্রথমে অটোচালকে চিহ্নিত করি। তার পর রবিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ১৪ লক্ষ টাকা উদ্ধার করি। এটি ছিল পুরো ১২ ঘন্টার এক সফল অভিযান। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু বলেন, পুলিশের কাজ হচ্ছে মানুষকে সেবা প্রদান করা। আমরা আমাদের দায়িত্ব পালন করে ব্যবসায়ীর হাড়িয়ে যাওয়া ১৪ লক্ষ টাকা উদ্ধার করে তার হাতে ফিরয়ে দিয়েছি এটাই সফলতা।