ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু

আমতলীতে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৪ লক্ষ টাকা উদ্ধার করছে পুলিশ

বরগুনার আমতলী নতুন বাজার বাঁধঘাট এলাকার এক টিন ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৪ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে এটাকা উদ্ধার করা হয়। টাকা উদ্ধারের এ ঘটনায় প্রশংসায় ভাসছে পুলিশ। জানা গেছে, আমতলী নতুন বাজার বাঁধঘাট এলাকার নিট ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় পৌরসভার ৩নং ওয়ার্ডের নিজ বাসা থেকে ৩০ লক্ষ টাকার দুটি ব্যাগ নিয়ে অটোযোগে ব্যবসা প্রতিষ্টানে যান। সেখানে যাওয়ার পর দুটি ব্যাগের ১টি নিয়ে দোকানে নামেন অন্যটি ভুলবসত অটোতে ফেলে যান। টাকার হিসাব করে দেখেন ১৪ লক্ষ টাকার ব্যাগটি অটোতে ছিল। তাৎক্ষনিক তিনি আমতলী থানা পুলিশের শরণপন্ন হয়ে ওসির সহযোগিতা কামনা করেন। ওসি এসআই মো. সিদ্দিকুর রহমানের ও এ এস আই বিশ্বজিৎ এর
নেতৃত্বে পুলিশ পাঠান ঘটনাস্থলে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসআই মো. সিদ্দিকুর রহমান ওই এলাকার সকল সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে অটোচালক মজিবুর রহমানকে চিহ্নিত করেন। এবং
বিভিন্ন অটোচালক মারফত খোঁজ নিয়ে জানতে পারেন ওই অটো চালক চাওড়া ই্উনিয়নের কাউনিয়া গ্রামের মো.হানিফ হাওলাদারের ছেলে মজিবুর রহমান হাওলাদার। নাম ঠিকানা জানার পরপরই ওই দিন সন্ধ্যায় মজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ১৪ লক্ষ টাকা পাওয়ার কথা স্বীকার করে এবং তা পুলিশের নিকট ফেরৎ দেয়। টিন ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন বলেন, পুলিশের প্রশংসনীয় ভূমিকার কারনে আমি আমার হাড়িয়ে যাওয়া ১৪ লক্ষ টাকা ফেরৎ পেয়েছি। এজন্য আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।আমতলী থানার এসআই মো. সিদ্দিকুর রহমান বলেন, বাঁধঘাট এলাকার সিসিটিভির ফুটেজ
দেখে প্রথমে অটোচালকে চিহ্নিত করি। তার পর রবিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ১৪ লক্ষ টাকা উদ্ধার করি। এটি ছিল পুরো ১২ ঘন্টার এক সফল অভিযান। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু বলেন, পুলিশের কাজ হচ্ছে মানুষকে সেবা প্রদান করা। আমরা আমাদের দায়িত্ব পালন করে ব্যবসায়ীর হাড়িয়ে যাওয়া ১৪ লক্ষ টাকা উদ্ধার করে তার হাতে ফিরয়ে দিয়েছি এটাই সফলতা।

শেয়ার করুনঃ