
পটুুুুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবদুুল মোতালেব হাওলাদার কে আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখা প্রদানে চিঠি দেয়া হয়েছেে।
আচারণ বিধি লঙ্ঘন বিষয়ে ব্যাখা প্রদানের চিঠি সুত্রে জানা গেছে,উক্ত প্রার্থী ২ মে (ক) নিজে তাঁর প্রতীকের জীবন্ত (২টি ঘোড়া) নিয়ে মিছিল করেছেন।
(খ) তাঁর সাথে থাকা কর্মী সমার্থক যে বক্তব্য প্রদান করেছেন তা উস্কানিমূলক এবং উচ্ছ্ঙ্খল আচরন ও নির্বাচন প্রচারনাকালে আচরন বিধিমালা স্পষ্ট লঙ্ঘন।
উপজেলা পরিষদ নির্বাচন( আচারণ) বিধি মালা -২০১৬এর(১৯৯৮ সনের ২৪নং আইন)এর ধারা ৬৩ এর উপ-ধারা(৩),ধারা ২০ এর ১০ অনুসারে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাইবে না।
এহেন আচরণ বিধি লঙ্গনের জন্য সংশ্লিষ্ট ধারা মোতাবেক কেন প্রার্থীতা বাতিলের জন্য কমিশনে অবহিত করা হবেনা ইহার কারন/ ব্যাখা লিখিত আকারে অদ্য দুপুর ২ ঘটিকার মধ্যে তাকে মোঃ শাহীন শরীফ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ বাউফল,পটুয়াখালী এর নিকট দিতে উক্ত চিঠি তে বলা হয়েছে।