
রুদ্র সংবাদ এর সাংবাদিক জগদীশ দেবনাথ পূজনের শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন,গত ১লা মে রোজ বুধবার রুদ্র সংবাদ এর সম্পাদক পলাশ কান্তি নাথ ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানান,আসো আরো বিভিন্ন সংগঠন ও শিল্পী এবং রুদ্র সংবাদের সাংবাদিকরা।জগদীশ দেবনাথ পূজন এর সাথে কথা বলে জেনেছি উনার কিছু অতীতজীবনের গল্প ছোট থেকে উনি গীতা রামায়ণ এবং বিভিন্ন উপন্যাস পড়তে ভালোবাসতেন, পরিবারের চার ভাইয়ের মধ্যে উনি সবার ছোট, সাংবাদিক পেশার সাথে সাথে তিনি একজন সুনামধন্য গীতা পাঠক। ছোট থেকে সাংগঠনিক মনোভাব নিয়ে কাজ করেন মানুষের জন্য, উনার জম্মদিনে সোস্যাল মিডিয়া বিভিন্ন মহল শুভেচ্ছা জানান, জগদীশ দেবনাথ পূজন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার নিকট আশীর্বাদ তথা দোয়া কামনা করেন।