
উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর দশমিনার চেয়ারম্যান প্রার্থী মোঃ ইকবাল হোসেন কে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।আচারণ বিধি ভঙ্গের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ সুত্রে জানা গেছে,উক্ত প্রার্থী ইতিমধ্যে তাঁর নির্বাচনী এলাকায়১টি ট্রাকে একাধিক লাউড স্পীকারের শব্দ যন্ত্র নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করেছেন। ফলে তিনি উপজেলা পরিষদ নির্বাচন আচারণ বিধি মালা -২০১৬এর বিধি২১ এর উপবিধি (১)ও৩ স্পষ্টত লঙ্গন করেছেন। আচারণ বিধি লঙ্ঘনের কারণে তাঁর বিরুদ্ধে কেন নির্বাচনী আইন ও বিধি মোতাবেক ব্যবস্হা গ্রহন করা হবে না অথবা তাঁর প্রার্থীতা বাতিলের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না।তাঁর ব্যাখা আগামী ৫ মে রবিবার সাইফুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার(অ,দা)দশমিনা, পটুয়াখালী ও সহকারী রির্টানিং অফিসার দশমিনা উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ কার্যালয়ে লিখিত আকারে প্রদানের জন্য বলা হয়েছে।