
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রথমবারের মতো নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস – ২০২৪ পালিত হয়েছে । শুক্রবার (৩ – মে) সকাল ১১টায় তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাব এই অনুষ্ঠানটির আয়োজন করে। তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমের সাথে জড়িত সক্রিয় সাংবাদিকরা আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ‘ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম-পরিবেশগত সঙ্কট মোকাবেলায় সাংবাদিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি বের হয়। র্র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু তাহের আনসারীর সভাপতিত্বে উপস্থিত থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ প্রেস ক্লাবের তেঁতুলিয়ার শাখার সাধারণ সম্পাদক এমএ বাসেত, ভোরের কাগজের জাবেদুর রহমান জাবেদ, যমুনা টিভির রনি মিয়াজী, নওরোজের হাফিজুর রহমান হাবিব, ভোরের পাতার খাদেমুল ইসলাম, এস টিভির আহসান হাবিব, ঢাকা মেইলের মোবারক হোসেন, সমকালের জুলহাস উদ্দিন, আমার সংবাদের রবিউল ইসলাম রতন, দৈনিক মতপ্রকাশের মিজানুর রহমান মিন্টু, নতুন সময়ের মোস্তাক আহম্মেদ প্রমুখ। এছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিরা এ আয়োজন করায় ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক এসকে দোয়েল।বক্তব্যে বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষাসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, এখন থেকে স্থানীয় কোন সংবাদকর্মীকে অবমূল্যায়ন, নির্যাতন, নিপীড়ন, হুমকি প্রদর্শনসহ অন্যায় কোন ঘটনা ঘটলে সাংবাদিকরা সেটা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে ও সহকর্মীর বিপদে পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণসহ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।