
রাজধানীর উত্তরায় বেপরোয়া গতিতে চলমান পিক আপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে র্যাব সদস্যে সুজন শেখের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক ড্রাইভার সোহেল’কে (২২) গ্রেফতার করেছে র্যাব-১।
শুক্রবার সকাল ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফুট ওভার ব্রীজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিন বেলা ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে সরকারি কার্য সম্পাদন শেষে র্যাব সদস্য ল্যান্স কর্পোরাল সুজন শেখ,র্যাব সদর দপ্তরের এমআই রুম হতে বের হয়ে পায়ে হেঁটে র্যাব-১ এ যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতীতে ছুটে আসা এয়ারপোর্ট অভিমুখী একটি পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন-২০-১৩২০) জসিমউদ্দিন মোড়ের কাছে জিনজিয়ান রেষ্টুরেন্টের সামনে সুজন শেখ’কে চাপা দিলে তার বুক,মাথা,মুখ-মন্ডলসহ হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদানের জন্য ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ ঢাকা সেনানিবাসে ভর্তি করানো হয়।
পরবর্তীতে সিএমএইচ ঢাকা সেনানিবাসে চিকিৎসাধীন অবস্থায় গত ১ মে সুজন শেখ মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় ২ মে সুজন শেখের শ্যালক মো.ফরহাদ আলী(৩০) বাদী হয়ে ঘাতক বর্ণিত পিকআপ ভ্যান চালককে আসামী করে উত্তরা পূর্ব থানায় সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
এদিকে দূর্ঘটনাটি সংঘঠিত হওয়ার সংবাদ পাওয়া মাত্র র্যাব-১ এর একটি ঘটনার তদন্তে বেরিয়ে পড়ে। হত্যাকান্ডের আসামীদের আইনের আওতায় আনার জন্য র্যাব-১ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০ টার দিকে বিমানবন্দর ফুট ওভার ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেল স্বীকার করেছেন,সে ঘটনার সহিত জড়িত এবং সে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে