
২ নভেম্বর দুপুর ১২ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স জাতীয় যুব দিসব -২০২৩ উপলক্ষে বরগুনা বেতাগীতে গ্রিন পিস সোসাইটি এর আয়োজনে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রিন পিস সোসাইটি কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ সোহেল মীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু।
যুব সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যনিবাহী কমিটির দপ্তর সম্পাদক নিখিল শীল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন দেবনাথ, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সহ সভাপতি জেরিন,সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক নুপুর প্রমুখ।
বক্তারা স্মার্ট বাংলাদেশ গঠনে তৃণমূলের যুবদের স্মার্ট নাগরিক হবার প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশে এই মূহুর্তে ডেমোগ্রাফিক্যাল ডেভিডেন্ট চলছে পাঁচ কোটি ত্রিশ লক্ষ যুবর এই মহাসমারোহে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জ মোকাবেলায় এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে যুব সংগঠনসমূহকে একযোগে ধারাবাহিকভাবে কাজ করার আহবান জানায়।