
হবিগঞ্জের মাধবপুরে তালা ভেঙে সাইকেল চুরির অপরাধে সরকারি স্কুলের দুজন দপ্তরিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে মাধবপুর থানার এস আই সাইদুর রহমান দুই জনকে গ্রেফতার করেন । এ সময় তাদের কাছ থেকে সাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আন্দিউড়া ইউপির মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি
জহিরুল ইসলাম ও কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মুশাহিদ ভূঁইয়া ।
বিষয়টি নিশ্চিত করে ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, চুরির দায়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে , তাদেরকে আদালতে প্রেরণ করা হবে ।